• HOME
  • ACHIEVEMENTS

দরিদ্র পরিবারে কারও মৃত্যু হলে শোক ছাপিয়ে ধরা দেয় সঙ্কট। সৎকার থেকে আদ্যশ্রাদ্ধ, সব আয়োজন কোত্থেকে হবে, ভেবে কূল পান না মৃতের পরিজনেরা। ‘সমব্যথী’-তে হাতে হাতে দু’হাজার টাকা মেলায় সেই সমস্যা অনেকটাই মিটেছে। এই প্রকল্পে উপকৃত পদ্মাদেবীর নাতি দীপক চট্টোপাধ্যয় বলছিলেন, ‘‘বিপদের সময় দুঃস্থ মানুষের সত্যিকারের বন্ধু এই প্রকল্প।’’ গত বছর ২৪ শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ‘সমব্যথী’ প্রকল্পের ঘোষণা করেছেন। তারপর থেকে বহু মানুষ এই প্রকল্পে উপকৃত হয়েছেন। পুরসভায় আবেদনপত্র জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই দুঃস্থ পরিবারের হাতে দু’হাজার টাকা তুলে দেওয়া হচ্ছে। জমা দিতে হচ্ছে শুধু মৃত ব্যক্তির মৃত্যুর শংসাপত্র ও শ্মশানের শংসাপত্র। আর স্থানীয় কাউন্সিলরের থেকে মৃতের পরিবারকে ‘দুঃস্থ’ বলে লিখিয়ে নিতে হবে।


Contact Person : BIJOY BASAK